দূরত্বে থেকে দিনমজুরের পাশে বরিশাল জিলা স্কুল

দূরত্বে থেকে দিনমজুরের পাশে বরিশাল জিলা স্কুল

করোনা মোকাবেলায় দেশজুড়ে বাজার-ঘাট, দোকানপাট, কর্মস্থল বন্ধ থাকার কারণে কর্মহীন হয়ে পড়েছে সাধারন মানুষ। অনেকে পরিবার নিয়ে অনাহারে দিন কাটাচ্ছে। ওই সব মানুষের পাশে খাদ্য সহায়তায় দিয়ে এগিয়ে এসেছে বরিশাল জিলা স্কুলের সকল ব্যাচের ছাত্ররা।

গত শুক্রবার (০৩ মার্চ) বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহায়তায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে নগরীর ২৯নং ওয়ার্ডের ৬৮ পরিবারের মাঝে খাদ্যদ্রব্যাদিসমূহ বিতরণ করা হয়।

ও্ই পরিবারগুলোর কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার পুরো প্রক্রিয়ায় অবলম্বন করা হয় সতর্কতার সাথে। কম সংখ্যক স্বেচ্ছাসেবকের মাধ্যমে সম্পর্ণ কাজটি সম্পন্ন করে। এসময় খাদ্যসামগ্রী পরিবারগুলোর মাঝে বিতরণ এবং পরিবহনে সহযোগিতা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

বরিশাল জিলা স্কুলের প্রাক্তন ছাত্র দিপু হাফিজুর রহমান ভোরের আলোকে বলেন, স্থানীয় এক লোকের সহযোগিতায় নিরাপত্তা এবং সামাজিক দূরত্ব রক্ষা করে বাঘিয়ার বিভিন্ন এলাকায় ঘুরে ও্ই সকল পরিবারের তালিকা ও তথ্য সংগ্রহ করে বরিশাল জিলা স্কুলের দুইজন প্রাক্তন ছাত্র। এরপর দোকানের  সাথে চুক্তি করা হয়। ওই দোকানের মালিক প্রতিটি পরিবারের চাহিদা মোতাবেক খাদ্য প্যাকেট করে দিয়েছেন। সেই খাদ্যদ্রব্যাদিসমূহ বরিশাল মেট্রোপলিটন পুলিশ নিজস্ব পরিবহনের মাধ্যমে বাঘিয়া এলাকায় নিয়ে আসে এবং পরিবারগুলোর মাঝে বিতরণ করে।

তিনি আরো বলেন, আগামী সপ্তাহ থেকে পরিবারের সদস্য সংখ্যার ভিত্তিতে ভাউচার কার্ড বিতরণ করা হবে, এতে নির্দিষ্ট দোকান থেকে তারা তাদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে নিতে পারবেন।